মতলব (চাঁদপুর) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১মার্চ) সকাল ১০টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা আইএবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান।
দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারি প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ ।
সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের আগামী ২ বছরের জন্য নতুন কমিটির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নামসহ নতুন কমিটি ঘোষণা করা হয়। তারা হলেন, সভাপতি-হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান,সহ-সভাপতি মুফতী মামুনুর রশীদ,সেক্রেটারি মুহাম্মদ ডালিম চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আশরাফ আলী,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আখতার হোসেন।
চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি বলেন,আদর্শবান দায়িত্বশীল ও কর্মী ব্যতীত দেশে কখনোই শান্তি কামনা করা যায় না। তাই তিনি কর্মীদের সততার মাধ্যমে সমাজে শান্তি ও ইসলাম প্রতিষ্ঠার কাজে আরো মনোযোগী হওয়ার আহŸান জানান। আল্লাহ তায়ালা কমিটির সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। পরে নবাগত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করানো হয়। এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho