
আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়ন ডেনিস(ভুতপাড়া)পাড়া নামক স্থানে হাইওয়ে মহাসড়কে দিন-দুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ওই ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রিফাত ইসলাম (৩২) সে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের যাওয়ার সময়ে দুজন মোটরসাইকেল থামিয়ে প্রাইভেট কার আটক করে ৩০ হাজার টাকা এবং বেধরক মারপিট ও যখম করে পালিযে যায়।
রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরো বলেন, দুপুরে দিকে ভুল্লীর যাচ্ছিলাম হঠাৎ করে দুইজন মানুষ মোটরসাইকেলে এসে আমার প্রাইভেটকার আটক করে। অস্ত্র ঠেকিয়ে মারধর করে তার ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় মানিব্যাগের জাতীয় পরিচয় পত্র আইডি কার্ড কিছু কাগজপত্র নিয়ে চলে যায়।
অভিযোগযুক্ত ব্যক্তির খোজ নেওয়ার চেষ্টা করা হলে এই প্রতিবেদক এখন পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ওই সময়ের ঘটনাটি ছিনতাই না অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মাজেদুর রহমান জানান, ছিনতাইয়ের একটি অভিযোগ হাতে পেয়েছি। দ্রুত তদন্ত করে সঠিক বিষয়টি আপনাদের জানাতে পারবো।