প্রায় দুই দশকের সমৃদ্ধ ক্যারিয়ার থাকার পরও টি-টোয়েন্টির মতো ওয়ানেডে ক্রিকেটকেও মাঠ থেকে বিদায় জানাতে পারেননি মুশফিকুর রহিম। তবে তার সতীর্থতা তাকে বিদায় জানালেন সম্ভব্য সবচেয়ে ভালো উপায়ে।
ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার মিরপুরে মোহামেডান–রূপগঞ্জ টাইগার্স ম্যাচে মুশফিককে দেওয়া হয়েছে গার্ড অব অনার।
ম্যাচে টসজয়ী মোহামেডানের হয়ে গ্লাভস হাতে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে এই সম্মান পান মুশফিক। এসময় দুইপাশের সারিতে দাঁড়ানো ছিলেন মুশফিকের জাতীয় দলের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজও। তারা প্রত্যেকেই খেলছেন মোহামেডানের হয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার এক বার্তায় বর্ণিল ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় বলে দেন মুশফিক।
ওয়ানডেতে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি করেও আছেন তামিমের (১৪) পরই।
২০২২ সালের এশিয়া কাপের পর সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মুশফিক। আড়াই বছর পর এবার ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়ার ধরনটাও অভিন্ন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই তাই হয়ে রইল মুশফিকের ক্যারিয়ারের শেষ ওয়ানডে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho