
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এমভি মা বাবার দোয়া’ এর ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৬ মার্চ) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পাওয়ার পর কোস্টগার্ড পশ্চিম জোনের একটি উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়ে জেলেদের নিরাপদে উদ্ধার করে।
জানা যায়, ট্রলারটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়ে। বোটের মালিকপক্ষ জানিয়েছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলারটি মেরামত করবে।
বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা, বনদস্যুতা দমন ও জরুরি উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।