ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুবিধাভোগী জনগণের মান উন্নয়নের লক্ষ্যে ষাড় ও বকনা গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, টেন্ডার সিডিউল অনুযায়ী ৫০ থেকে ৬০ হাজার টাকা গরুর বয়স ১৮ মাস, ওজন ৮০ কেজি এবং বিদেশি গরু দেওয়ার কথা থাকলেও তুষার এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান গরিব ক্ষুদ্র নৃগোষ্ঠীদের হক মেরে ৪০কেজি ওজনের এক বছরের ও কম বয়সের রোগা আক্রান্ত গরু নিয়ে আসে বিতরণের জন্য। পরে স্থানীয় জনগণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তপের মুখে উক্ত বিতরণ কার্যক্রম বন্ধ ছিল।
গত মঙ্গলবার উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিসম্পদ দপ্তর সমন্বিত, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫২ জন সুফল ভোগীদের মাঝে বিতরণের জন্য
এসব গরু আনা হয়েছিল।
এ বিষয়ের আংশিক স্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ পলাশ চন্দ্র রায় বলেন নিম্নমানের ও রোগাক্রান্ত গুরু দেওয়ার জন্য এবং ডিসি স্যারের নির্দেশে বিতরণ ব্যবস্থা বন্ধ করা হয়েছে। পরবর্তীতে শিডিউল অনুযায়ী গরু দিলে বিতরণ করা হবে।
ঠিকাদার প্রতিষ্ঠান তড়িঘড়ি করে ভটভটি যুগে উক্ত গরু গুলো অন্যর্ত সরিয়ে নিয়ে যায়। অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদার প্রতিষ্ঠান তুষার এন্টারপ্রাইজ এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা কোন সাড়া দেয় নি।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের অবগত করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এমন ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ জনগণ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho