
শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নে সৌদি বাদশাহ সালমানের ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্রের অর্থায়নে এবং সুনবুলাহ ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার উদ্যোগে ২৫০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকালে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ২৪ কেজি ওজনের খাদ্য ঝুড়ি উপহার দেওয়া হয়। এ সহায়তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ তাফালবাড়ীর কৃতি সন্তান জনাব বিপুল চন্দ্র দাস, সিনিয়র সহকারী সচিব, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফালবাড়ী সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ জনাব আবুল বশার মুহাম্মদ ইউনুস, সামাজিক ব্যক্তিত্ব ব্রজেন্দ্র নাথ দাস, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন, সহ সুপার মোঃ আসাদুল্লাহ।
এছাড়া সার্বিক তত্ত্বাবধানে কাজ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন শরণখোলার স্থানীয় প্রতিনিধি শাইখ সাইফুল্লাহ আল মামুন মাদানী, সুনবুলাহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিনিধি জনাব মোঃ স্বাধীন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সৌদি সরকারের এ মানবিক সহায়তা এলাকার অসহায় পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকৃত পরিবারগুলো সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।