রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৭টি কাঁচা বসতঘর। শনিবার, ৮ মার্চ দুপুর পৌনে ২টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, রমজানের ইফতারি তৈরির জন্য চুল্লিতে চলা দিয়ে রোশনী নামে এক নারী মোবাইল ফোনে কথা বলতেই গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আগুনের সূত্রপাত হয়। অগুন নিভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন মোস্তাফা (৩৫), মো. রানা (২৫), রুশনী (৩২)।
আহতের মধ্যে মোস্তাফাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা, আসবাবপত্র, মোটরসাইকেল, গবাদি পশু, স্বর্ণালংকার, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন, আনোয়ারা বেগম, লোকমান, তৈয়ব, নুরুজ্জামা, রুশনী, মোস্তাফা ও ইলিয়াস।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। তিনি খাদ্যসামগ্রী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মো.তৌহিদুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমন প্রমূখ।
এই প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিসের এন্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, ’ সংবাদ পাওয়ার পর দ্রুত রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুটি ইউনিট কাজ করে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ রক্ষা করা হয়। আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার চুলা থেকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho