মতলব (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বসত ঘরে আগুন লেগে সাইফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার খালপাড় দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক।
স্থানীয়রা জানায়, বিকেলে সাইফুল ইসলাম ঘরের দরজা বন্ধ করে একাই ঘুমিয়ে ছিলেন। তখন তার বসত ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। বাড়ির আশেপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পাশবর্তী বাড়ির বকুল বেগম জানান, আগুন লাগা ঘরটি দরজা বন্ধ অব¯’ায় দেখতে পায়। আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এবং ঘরের ভিতরে সাইফুল ইসলামের পুড়ে যাওয়া মৃত দেওয়া দেখতে পায়। পরে স্থানীয় লোকজনসহ আমরা থানায় ও ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে উপস্থিতি হয়ে সাইফুল ইসলাম শরীর পুড়ে যাওয়া কয়লা উদ্ধার করা হয়।
স্থানীয় মোঃ মোফাজ্জল হোসেন জানান, সাইফুলের ফিতা ৩৩ বছর পূর্বে হত্যা মামলার আসামী হলে স্বপরিবারে ঢাকা চলে যায়। সাইফুল গত তিন দিন আগে বাড়িতে আসে এবং আসার পর সে ওই ঘরে থাকতো। সে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন।
মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টও নুরুল করিম বলেন,খবর পেয়ে সেখানে দ্রুত পৌছে আগুনের দগ্ধ মরদেহটি উদ্ধার করি।
মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক জানান, খবর পেয়ে ঘটনা¯’লে পুলিশ গিয়েছে। ওই ঘরটিতে আগুন লাগার পর সাইফুল ঘর থেকে বের হতে না পাড়ায় তার দেহ আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho