মাহামুদুল ইসলাম জয়,পঞ্চগড় প্রতিনিধি।।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মৃতদেহ তিনদিন পরে ফেরত দিয়েছে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাংলাবান্ধা আইসিপি দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর অনুপম মজুমদার তেঁতুলিয়া মডেল থানার এস আই নরেশ চন্দ্র দাসের উপস্থিতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত মোঃ আলামিন (৩৬) এর মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া শেষ করে মৃতের ভাই মোঃ মোস্তফা কামাল, মোঃ মনসুর আলী ও স্থানীয় ইউপি সদস্য মো. শামসুদ্দিন ও শফিকুল ইসলামের নিকটে বুঝিয়ে দেন।
এর আগে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে আবালুপাড়া নামক স্থানে গত ০৮ মার্চ ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহলদলের গুলিতে নিহত হন। সে গরু ব্যাবসায়ী ছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho