মাদারীপুরে মোবাইলের কথা বলার সময় অসাবধানতাবশত ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম সরদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে মিলন সিনেমা হল-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সিয়াম সরদার ওই এলাকার ফারুক সরদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম সরদার ইফতারের পর তাদের নিজস্ব ভবনের ছাদে যান। এ সময় মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। তাকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জেনেছি সিয়াম সরদার ইফতারের পর ছাদে মুঠোফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho