নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দান পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোবারক বিশ্বাস একই এলাকার বাসিন্দা এবং এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি।
তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, প্রতারণা, মারধরসহ ছয়টি মামলা রয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি পাবনার কোমরপুরের তামান্ন এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে টাকা দাবি করেন মোবারক। টাকা দিতে অস্বীকার করলে তাকে নানাভাবে হুমকিও দেওয়া হয়।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, তার বিরুদ্ধে আমরা চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তাকে নিজ বাসা থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
চরম উশৃঙ্খল ও বিতর্কিত হওয়ায় পাবনার মুলধারার সাংবাদিকদের সঙ্গে তারা কোনো সম্পর্ক নেই। আপন ভাইকে বাসা থেকে বের করে জমি দখল, বন্ধুর প্রতিষ্ঠানে হামলা করে দখল, মাদক ব্যবসাসহ অনেক অপকর্মেই তিনি জড়িত আছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতার কারণে ৫ আগস্টে তাকে গণপিটুনি দেয় ছাত্র-জনতা।
আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগসাজসে তিনি এসব অপকর্ম করেছেন। এখন বিএনপিপন্থীদের পরিচয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho