কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বনবিভাগের অনুমতি ছাড়াই কাটা হচ্ছে রাস্তার গাছ; ডাল পড়ে ট্রান্সফরমার বিকল হয়ে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ফলে ৮০টি পরিবার সেহেরি, ইফতার ও তারাবিতে চরম দুর্ভোগে পড়েছে।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাওলানাপাড়া গ্রামে।
শুক্রবার (১৪ মার্চ ) বিকেলে গাছ কাটার সময় বৈদ্যুতিক তারের ওপর ডাল পড়ে ট্রান্সফরমার বিকল হয়ে যায়। শনিবার (১৫ মার্চ) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছিলনা।
নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে একাধিক ব্যক্তি বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ (পিতা: মৃত সোরাব আলী) এর নেতৃত্বে সরকারি রাস্তার দুটি বড় ইউক্যালিপটাস গাছ (যার বাজার মূল্য আনুমানি প্রায় অর্ধ লক্ষ টাকা ) কাটা হয়।
তবে গাছ কাটার বিষয়ে কোন অনুমতি বন বিভাগ দেনননি বলে জানাগেছে। গাছ কাটার সময় বিশাল একটি ডাল বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে গেলে ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়।
এতে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেনএলাকাবাসী , স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন এবং গাছ কাটার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে একাধিক বার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাছ কাটার বিষয়ে বন কর্মকর্তা বাদশা মিয়া জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। আমি বিষয়টি তদন্ত করে দেখতেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ কাটার কোন অনুমতি দেয়া হয় নাই।বিষয়টি আমি দেখতেছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho