আতাউর রহমান,সাতক্ষীরা ব্যুরোঃ
ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ক্লাবের নিজস্ব ভবনের ত্রিতল কক্ষে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। তিনি ক্রীড়াঙ্গনে ক্লাবটিকে আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রয়াত ২১ সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতারপূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ও ক্লাবের নির্বাহী সদস্য আশরাফ হোসেন, আমন্ত্রিত অতিথি কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক এমএ সাজেদ, আতাউর রহমান, কাজী সিরাজ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হরেন্দ্রনাথ রায়, সহ-সভাপতি শেখ জামিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কোষাধ্যক্ষ হবিবর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক লাকু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল হাসান, নির্বাহী সদস্য হেলাল হক, আতাহার আলি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুভাষ চন্দ্র ঘোষ, শেখ রেজাউল ইসলাম, আজিজুল হাসান, শেখ আবু আজাদ, শেখ রবিউল আলম, শেখ জাকির হোসেন, শরিফুজ্জামান, পরিতোষ কুমার পাল, দিলীপ কুমার ঘোষ, সানবিম করিম সিয়াম, মাসরুকুজ্জান, পলাশ মজুমদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho