সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে চৌগাছায় বিক্ষোভ মিছিল

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ১২:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৩৪

যশোর অফিস

মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল এই কর্মসূচি পালিত হয়।

নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি চৌগাছার আইসিবি চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নেতৃবৃন্দ দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন চৌগাছা উপজেলা শাখার সভাপতি সিহাব উদ্দিন। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চৌগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি কামরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জিসান, সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ ও যুব কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম মুকুটসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।

জনপ্রিয়

সেপ্টেম্বরে আন্তধর্মীয় সংলাপ হবে বাংলাদেশে

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে চৌগাছায় বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ১২:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

যশোর অফিস

মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল এই কর্মসূচি পালিত হয়।

নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি চৌগাছার আইসিবি চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নেতৃবৃন্দ দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন চৌগাছা উপজেলা শাখার সভাপতি সিহাব উদ্দিন। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চৌগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি কামরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জিসান, সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ ও যুব কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম মুকুটসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।