সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা, থানায় মামলা

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ১২:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৩৯

প্রতীকী ছবি

যশোর অফিস

প্লট ক্রয় বাবদ ১০লাখ টাকা যৌতুক দাবি করে গৃহবধূ শেখ শাহরুমা তানজিম ওরফে সেতু (২৬)কে এলোপাতাড়ী মারপিট ও বাড়ি হতে তাড়িয়ে দেওয়ার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক লোভী স্বামী তৌফিক বিল্লাহ এর বিরুদ্ধে মামলা নথিভূক্ত করেন। তৌফিক বিল্লাহ যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের মহসীন আলীর ছেলে। শুক্রবার রাতে কোতয়অলি থানায় মামলাটি করেন যৌতুকের জন্য নির্যাতনের শিকার গৃহবধূ শহরের পলিটেকনিক কলেজ রোড এলাকার শেখ সহিদুল আলমের মেয়ে শেখ শাহরুমা তানজিম ওরফে সেতু।

মামলায় গৃহবধূ উল্লেখ করেন, গত বছরের ১৪ এপ্রিল ২লাখ টাকা দেন মোহরে তৌফিক বিল্লাহর সাথে তার বিয়ে হয়। বিয়ের এক মাস পর হতে স্বামী বাদির নিকট জমি কেনার জন্য ১০লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। বাদি তার পিতার আর্থিক অস্বচ্ছলতার কথা বলে যৌতুক দিতে অস্বীকার করলে তার উপর নেমে আসে প্রতিনিয়ত শারীরিক ও মানষিক নির্যাতন। অনুমান তিন মাস পূর্বে আসামীর ঔরষে বাদি গর্ভবতী হয়। গত ১৮ জানুয়ারী বিকাল সাড়ে ৫ টার সময় স্বামী বাদিকে বলে তোমার বাবার কাছ হতে ১০লাখ টাকা যৌতুক এনে দাও তাহলে যে জমির প্লট কিনতে পারবো। বাদি তার পিতাকে জানাতে অস্বীকার করলে আসামী বাদিকে গলা ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয় এবং আঘাত পেয়ে বাদি রক্তক্ষরক হতে থাকে। পরদিন সকালে প্রাইভেট হাসপাতালে বাদি ভর্তি হয় ও ওই দিন ডিএনসি হয়। তারপরও বাদি শত কষ্ট করে স্বামীর সংসার করতে থাকলেও গত ৫ মার্চ আসামী তার অফিস থেকে বাড়িতে ফিরে এসে বাদিকে বলে একটি ভাল প্লট পেয়েছে তুমি তোমার বাবার কাছ থেকে ১০লাখ টাকা এনে দাও। বাদি যৌতুক দিতে অস্বীকার করলে অনুমান বিকাল ৫ টার সময় বাদিকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে এবং বাদির ডান হাতে,পায়ে,পিঠে, মাজায় বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ী মারপিট করে এক বস্ত্রে বাড়ি হতে বের করে দেয়। বাদি পথচারীর সহায়তায় তার পিতাকে সংবাদ দিলে পিতা এসে বাদিকে নিয়ে স্বামীর বাড়িতে যেয়ে তাকে তাড়িয়ে দেওয়ার কারন জিজ্ঞাসাবাদ করলে আসামী করে তার সাথে সংসার করতে হলে নগদ ১০লাখ টাকা দিতে হবে। অন্যথায় সংকার করা যাবে না। বাদির পিতা নিরুপায় হয়ে বাদিকে নিয়ে রাত ৮ টার সময় যশোর ২৫০ শয্যা জেনারেল হতে চিকিৎসা নিয়ে রাত ১০ টায় থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে যাওয়ার পরামর্শ দিলে বাদি আদালতের স্মরনাপন্ন হলে আদালত বাদির অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে নথিভূক্ত করার নির্দেশ দেন।

জনপ্রিয়

সেপ্টেম্বরে আন্তধর্মীয় সংলাপ হবে বাংলাদেশে

যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা, থানায় মামলা

প্রকাশের সময় : ১২:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

যশোর অফিস

প্লট ক্রয় বাবদ ১০লাখ টাকা যৌতুক দাবি করে গৃহবধূ শেখ শাহরুমা তানজিম ওরফে সেতু (২৬)কে এলোপাতাড়ী মারপিট ও বাড়ি হতে তাড়িয়ে দেওয়ার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক লোভী স্বামী তৌফিক বিল্লাহ এর বিরুদ্ধে মামলা নথিভূক্ত করেন। তৌফিক বিল্লাহ যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের মহসীন আলীর ছেলে। শুক্রবার রাতে কোতয়অলি থানায় মামলাটি করেন যৌতুকের জন্য নির্যাতনের শিকার গৃহবধূ শহরের পলিটেকনিক কলেজ রোড এলাকার শেখ সহিদুল আলমের মেয়ে শেখ শাহরুমা তানজিম ওরফে সেতু।

মামলায় গৃহবধূ উল্লেখ করেন, গত বছরের ১৪ এপ্রিল ২লাখ টাকা দেন মোহরে তৌফিক বিল্লাহর সাথে তার বিয়ে হয়। বিয়ের এক মাস পর হতে স্বামী বাদির নিকট জমি কেনার জন্য ১০লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। বাদি তার পিতার আর্থিক অস্বচ্ছলতার কথা বলে যৌতুক দিতে অস্বীকার করলে তার উপর নেমে আসে প্রতিনিয়ত শারীরিক ও মানষিক নির্যাতন। অনুমান তিন মাস পূর্বে আসামীর ঔরষে বাদি গর্ভবতী হয়। গত ১৮ জানুয়ারী বিকাল সাড়ে ৫ টার সময় স্বামী বাদিকে বলে তোমার বাবার কাছ হতে ১০লাখ টাকা যৌতুক এনে দাও তাহলে যে জমির প্লট কিনতে পারবো। বাদি তার পিতাকে জানাতে অস্বীকার করলে আসামী বাদিকে গলা ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয় এবং আঘাত পেয়ে বাদি রক্তক্ষরক হতে থাকে। পরদিন সকালে প্রাইভেট হাসপাতালে বাদি ভর্তি হয় ও ওই দিন ডিএনসি হয়। তারপরও বাদি শত কষ্ট করে স্বামীর সংসার করতে থাকলেও গত ৫ মার্চ আসামী তার অফিস থেকে বাড়িতে ফিরে এসে বাদিকে বলে একটি ভাল প্লট পেয়েছে তুমি তোমার বাবার কাছ থেকে ১০লাখ টাকা এনে দাও। বাদি যৌতুক দিতে অস্বীকার করলে অনুমান বিকাল ৫ টার সময় বাদিকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে এবং বাদির ডান হাতে,পায়ে,পিঠে, মাজায় বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ী মারপিট করে এক বস্ত্রে বাড়ি হতে বের করে দেয়। বাদি পথচারীর সহায়তায় তার পিতাকে সংবাদ দিলে পিতা এসে বাদিকে নিয়ে স্বামীর বাড়িতে যেয়ে তাকে তাড়িয়ে দেওয়ার কারন জিজ্ঞাসাবাদ করলে আসামী করে তার সাথে সংসার করতে হলে নগদ ১০লাখ টাকা দিতে হবে। অন্যথায় সংকার করা যাবে না। বাদির পিতা নিরুপায় হয়ে বাদিকে নিয়ে রাত ৮ টার সময় যশোর ২৫০ শয্যা জেনারেল হতে চিকিৎসা নিয়ে রাত ১০ টায় থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে যাওয়ার পরামর্শ দিলে বাদি আদালতের স্মরনাপন্ন হলে আদালত বাদির অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে নথিভূক্ত করার নির্দেশ দেন।