সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতলালে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, পুলিশসহ আহত ৫

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটে ক্ষেতলালে চাঁদাবাজির মামলা নেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারের পূর্ব মুহুর্তে ক্ষেতলাল থানায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গতকাল রাতে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। একটি থানায় হামলা ও পুলিশকে আহত করার, অন্যটি চাঁদাবাজির মামলা। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজন হলেন দেলোয়ার হোসেন ওরফে বাবু (৪৭), মো. বিপ্লব হোসেন (২৪), মো. ফারুক হোসেন (৩২), উজ্জ্বল (৩৪) ও সজীব (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে বগুড়ার শাহজাহানপুর এলাকার তোফাজ্জল হোসেন ক্ষেতলালের মিজানুর রহমানের কাছে জমি কেনেন। গতকাল ক্ষেতলাল সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ওই জমির দলিল সম্পাদন করতে আসেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিকসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী সেখানে গিয়ে জমির ক্রেতার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। জমির ক্রেতা চাঁদা দিতে রাজি হননি। তখন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক ও তাঁর লোকজন দলিল সম্পাদন করতে দেবেন না বলে হুমকি দেন। এ নিয়ে তোফাজ্জল ও তাঁর স্বজনদের সঙ্গে বিএনপির নেতাদের বাগবিদন্ডতা হয়। একপর্যায়ে বিএনপি নেতা মেহেদী আশিক ও তাঁর লোকজ তোফাজ্জলের আত্মীয়দের বেধড়ক মারধর করে জখম করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গুরুতর আহত তোফাজ্জলকে সেখান থেকে উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল তোফাজ্জলের স্ত্রী জয়নব বেগম থানায় মামলা করতে যান। এ খবর পেয়ে ইফতারের আগমুহূর্তে বিএনপি নেতা মেহেদী আশিক তাঁর দলবল নিয়ে থানায় গিয়ে হামলা করেন। তাঁদের বাঁধা দিতে গিয়ে থানার কনস্টেবল কাজী জাফর আহত হন। পরে সেনাবাহিনী ও কালাই থানার পুলিশ সেখানে এসে লাঠিপেটা করে লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে তিনজন ও পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, আমি হামলার সাথে জড়িত নয়। খবর পেয়ে আমি তাদের বিতারিত করতে এসে সেনাবাহিনীর লাঠিচার্জের শিকার হই। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সত্য ঘটনায় তুলে ধরবেন।

মুঠোফোন বন্ধ থাকায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, দলের যে কেউ হোক যে অপরাধ করবে তার বিচার হবে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, তোফাজ্জলের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন। থানায় হামলা ও পুলিশকে আহত করার ঘটনায় থানার এসআই সঞ্চয় কুমার বর্মণ বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।

জনপ্রিয়

সেপ্টেম্বরে আন্তধর্মীয় সংলাপ হবে বাংলাদেশে

ক্ষেতলালে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, পুলিশসহ আহত ৫

প্রকাশের সময় : ০১:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটে ক্ষেতলালে চাঁদাবাজির মামলা নেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারের পূর্ব মুহুর্তে ক্ষেতলাল থানায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গতকাল রাতে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। একটি থানায় হামলা ও পুলিশকে আহত করার, অন্যটি চাঁদাবাজির মামলা। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজন হলেন দেলোয়ার হোসেন ওরফে বাবু (৪৭), মো. বিপ্লব হোসেন (২৪), মো. ফারুক হোসেন (৩২), উজ্জ্বল (৩৪) ও সজীব (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে বগুড়ার শাহজাহানপুর এলাকার তোফাজ্জল হোসেন ক্ষেতলালের মিজানুর রহমানের কাছে জমি কেনেন। গতকাল ক্ষেতলাল সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ওই জমির দলিল সম্পাদন করতে আসেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিকসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী সেখানে গিয়ে জমির ক্রেতার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। জমির ক্রেতা চাঁদা দিতে রাজি হননি। তখন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক ও তাঁর লোকজন দলিল সম্পাদন করতে দেবেন না বলে হুমকি দেন। এ নিয়ে তোফাজ্জল ও তাঁর স্বজনদের সঙ্গে বিএনপির নেতাদের বাগবিদন্ডতা হয়। একপর্যায়ে বিএনপি নেতা মেহেদী আশিক ও তাঁর লোকজ তোফাজ্জলের আত্মীয়দের বেধড়ক মারধর করে জখম করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গুরুতর আহত তোফাজ্জলকে সেখান থেকে উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল তোফাজ্জলের স্ত্রী জয়নব বেগম থানায় মামলা করতে যান। এ খবর পেয়ে ইফতারের আগমুহূর্তে বিএনপি নেতা মেহেদী আশিক তাঁর দলবল নিয়ে থানায় গিয়ে হামলা করেন। তাঁদের বাঁধা দিতে গিয়ে থানার কনস্টেবল কাজী জাফর আহত হন। পরে সেনাবাহিনী ও কালাই থানার পুলিশ সেখানে এসে লাঠিপেটা করে লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে তিনজন ও পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, আমি হামলার সাথে জড়িত নয়। খবর পেয়ে আমি তাদের বিতারিত করতে এসে সেনাবাহিনীর লাঠিচার্জের শিকার হই। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সত্য ঘটনায় তুলে ধরবেন।

মুঠোফোন বন্ধ থাকায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, দলের যে কেউ হোক যে অপরাধ করবে তার বিচার হবে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, তোফাজ্জলের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন। থানায় হামলা ও পুলিশকে আহত করার ঘটনায় থানার এসআই সঞ্চয় কুমার বর্মণ বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।