জামালপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত এ নির্দেশনা দেন।
জানা গেছে, গত মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শহরের ইকবালপুর এলাকায় স্থানীয়রা কয়েকজন মিলে একটি ঘোড়া জবাই করেন। পরে ঘোড়ার মাংসগুলো ভাগ করে নেন তারা। ঘোড়া জবাইয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ৩০০ টাকা কেজি মাংস বিক্রির খবরও পাওয়া যায়। এমন খবরের প্রেক্ষিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধে সতর্ক করেন স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা শান্ত মিয়া জানান, মূলত সখ করে কয়েকজন মিলে একটি ঘোড়া জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়েছি। কোনো বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করা হয়নি। আর দেশের বিভিন্ন জায়গায় ঘোড়া জবাই করার খবর শুনছি, তাই আমরা ঘোড়া জবাই করছি। আজ প্রশাসনের লোকজন এসে সতর্ক করে দিয়েছে।
জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবি ইউসুফ আলী বলেন, যেহেতু আমাদের সমাজে ঘোড়ার মাংস খাওয়ার প্রচলন নেই, বাংলাদেশের আইনেও ঘোড়া জবেহ করা ও এর মাংস বিক্রি আইন সিদ্ধ না। তাই ঘোড়া জবাই ও মাংস ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা উচিত।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত জানান, পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ঘোড়া জাবই ও মাংস বিক্রি নিষেধ। অনুমতি ছাড়া যে কোনো পশু জবাই করা আইনত দণ্ডনীয়। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে। এর পরবর্তীতে যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho