আতাউর রহমান,সাতক্ষীরা ব্যুরোঃ
কলারোয়ার কৃতী সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা. মেহের উল্লাহ জেনারেল সার্জারিতে চূড়ান্ত পর্বে সফলতার সাথে এমএস ডিগ্রি অর্জন করেছেন। মাস্টার্স অব সার্জারির (এমএস) এই ডিগ্রি উপজেলার মধ্যে তিনিই প্রথম অর্জন করলেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন হিসেবে কর্মরত ডা. মেহের উল্লাহর গ্রামের বাড়ি উপজেলার বসন্তপুর। তাঁর পিতার নাম মরহুম জোহর আলী মোড়ল। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। গত ২০ মার্চ কন্ট্রোলার অব এক্সামিনেশান, প্রফেসর জিল্লুর রহমান স্বাক্ষরিত এমএস ডিগ্রির সার্টিফিকেট ডা. মেহের উল্লাহকে প্রদান করা হয়। এটি সার্জারি বিভাগের সর্বোচ্চ একটি অর্জন হিসেবে স্বীকৃত।
রোববার সন্ধ্যায় ডা. মেহের উল্লাহ আনন্দচিত্তে সাংবাদিকদের জানান, এমএস ডিগ্রি অর্জন করায় তাঁর দীর্ঘ মেডিকেল জীবনের সাধনা পূর্ণতা পেয়েছে। তিনি সম্মানিত সকল শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ডাক্তারি শাস্ত্রে তাঁর আর পাওয়ার কিছু নেই। তাঁর আশা-আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেওয়ায় তিনি মহান রাব্বুল আলআমিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন। এই খুশির খবরে শনিবার রাতেই তিনি তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন। এদিকে ডা. মেহের উল্লাহর এই অর্জনে বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho