তামিম এখন চোখ খুলেছেন এবং রেসপন্স করছেন। ডাক্তারের সঙ্গে নাকি তার কথাও হয়েছে। নিজেই জানিয়েছেন আগের চেয়ে ভালো লাগছে। তামিম কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গেও।
জ্ঞান ফিরেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,তামিম এখন চোখ খুলেছেন এবং রেসপন্স করছেন। ডাক্তারের সঙ্গে নাকি তার কথাও হয়েছে। নিজেই জানিয়েছেন আগের চেয়ে ভালো লাগছে। তামিম কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গেও।
সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে তীব্র ব্যথা অনুভব করায় মোহামেডান স্পোর্টিং ক্লাব অধিনায়ককে তড়িঘড়ি করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তামিমকে।
ডিপিএলে সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মুখোমুখি হয় মোহামেডান। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন তামিম। তবে পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি।
খেলা শুরুর আগেই বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতালে (পূর্বের ফজিলাতুন্নেছা মুজিব স্পেশালাইজড হাসপাতাল) ভর্তি করা হয় তামিমকে। মাঝে তাকে ঢাকায় আনার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে যায়।
সূত্র-সাম্প্রতিক দেশকাল নিউজ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho