লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর নিকট ৫ লাখ টাকা দাবির অভিযোগে সিরিয়াল রেপিস্ট আঃ রাজ্জাক (২৮)-কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল গভীর রাতে জেলা পরিষদ মোড় এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রাইভেট শিক্ষক রাজ্জাককে । এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে পুলিশ। অভিযুক্ত শিক্ষক আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার মন্টু মিয়ার পুত্র। জেলা পরিষদ মোড়ের একটি বাড়িতে ২০১৯ সালে
“ইকোনোমিক্স প্রাইভেট হোম” নামে কোচিং সেন্টার চালু করেন আঃ রাজ্জাক। প্রাইভেট পড়ানোর আড়ালে পড়তে আসা একাধিক ছাত্রীকে বিভিন্নভাবে ফুঁসলিয়ে জোরপূর্বক ধর্ষণকালে গোপনে ভিডিও ধারণ করেন তিনি। পরে সেই ভিডিও দেখিয়ে একাধিবার ধর্ষণসহ ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার মূল পেশা। মামলার বিবরণে জানা যায়, ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে গত ১৫/১২/২০২২ইং তারিখে ওই কোচিং সেন্টারের পাশে জনৈক আফজাল ড্রাইভারের ৩ তলা বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ওই লম্পট শিক্ষক। ধর্ষণের সময়ে গোপনে ভিডিওচিত্র ধারণ করে পর্নোগ্রাফি বানিয়ে ৫ লাখ টাকা দাবি করেন ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীর কাছে। তার কথামতো না চললে সমাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে আসছিলেন অভিযুক্ত ওই শিক্ষক।
গতকাল বিষয়টি লালমনিরহাট সদর থানায় অবহিত করলে রাতেই তাকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে এক্সটার্নাল হার্ডডিক্স জব্দ করা হয়। জব্দকৃত হার্ডডিস্কে অসংখ্য মেয়ের আপত্তিকর ছবি ও ভিডিও আছে বলে জানা গেছে। আজ বিকেলে ভুক্তভোগীর ছাত্রীর বাবা (৪৬) বাদি হয়ে আঃ রাজ্জাককে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। তার কাছ থেকে জব্দকৃত মোবাইল, ল্যাপটপ ও হার্ডডিস্কে একাধিক মেয়ের সঙ্গে নগ্ন ছবি ও ভিডিও পরিলক্ষিত হয়েছে। তিনি একজন সিরিয়াল রেপিস্ট ও ভয়ঙ্কর পর্নোগ্রাফার। আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho