ইসরাইলি হামলায় গাজায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। উত্তরের বেইত লাহিয়া এবং দক্ষিণের খান ইউনিস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র বাহিনী হামাসেরও বেশ কয়েক জন নেতা প্রাণ হারিয়েছেন ইসরাইলি হামলায়। এমন পরিস্থিতিতে তাদের সামনে আবার যুদ্ধবিরতির প্রস্তাব দিল মিশর এবং কাতার। সংবাদমাধ্যম সূত্রে খবর, মিশরের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাস। এডেন আলেকজান্ডার-সহ পাঁচ আমেরিকান-ইসরাইলি পণবন্দিকে মুক্তি দিতে রাজি তারা।
পাঁচ পণবন্দিকে মুক্তি দেয়ার পরিবর্তে হামাসও কিছু প্রত্যাশায় রয়েছে বলে খবর। প্রাথমিক যুদ্ধবিরতির শর্তে ফিরে যেতে চায় তারা। গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সাহায্য পৌঁছোনোর অনুমতি ফিরে পেতে চায়। শুধু তা-ই নয়, যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য একটি চুক্তিও করতে চায়।
দীর্ঘ দিন ধরে ইসরাইল এবং হামাসের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে মধ্যস্থতার কাজ করছে কাতার এবং মিশর। আমেরিকাও রয়েছে সেই তালিকায়। দিন কয়েক ধরে গাজায় ইসরাইলি হামলার ঘটনায় উদ্বিগ্ন মিশর এবং কাতার নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, মিশরের প্রস্তাবের জবাবে ইসরাইলও পাল্টা প্রস্তাব দিয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে জানানো হয়েছে নতুন প্রস্তাবের কথা। তবে কী প্রস্তাব দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।
চলতি মাসের শুরুতে ইসরাইল ফের গাজায় নতুন করে আক্রমণ শুরু করে। সেখানে মানবিক ত্রাণ পৌঁছোনোর ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করে। তারা জানায়, জীবিত পণবন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজার কিছু অংশে থাকবে।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরাইল এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ চলছে। সম্প্রতি শর্তসাপেক্ষে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় আবার হামলা শুরু করেছে ইসরাইল। রমজান মাস চলাকালীনই নেতানিয়াহুর নির্দেশে গত ১৮ মার্চ আবার গাজায় শুরু হয়েছে গোলাবর্ষণ। হামাস পণবন্দিদের মুক্তি দেওয়ার প্রস্তাবে রাজি হওয়ায় পরিস্থিতি বদল হয় কি না, সেটাই দেখার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho