মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র ২ দিন বাকি। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে গ্রামে ফিরতে শুরু করেছে রাজধানীর ঢাকাসহ আশপাশের জেলার কর্মজীবী মানুষ।
ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দৌলতদিয়া পাটুরিয়া রুটে নেই কোনও ভোগান্তি। ঘাট এলাকায় ভোর থেকে সকাল পর্যন্ত যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ থাকলেও দুপুরের পর থেকে সবকিছু স্বাভাবিক রয়েছে।
ফেরির সংখ্যা বাড়ানোর কারণে কোনও ধরনের ভোগান্তি ও হয়রানি ছাড়াই সহজেই ফেরিতে উঠে পার হতে পারছেন নাড়ির টানে ছুটে আসা ঘরমুখো মানুষ।
তবে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে স্থানীয় প্রশাসন নিয়েছেন নানা উদ্যোগ।মহাসড়কের শৃঙ্খলা বজায়ে রাখতে কাজ করছে পুলিশ।
আজ শনিবার (২৯ মার্চ ) সকাল থেকে সরজমিনে, দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ যাত্রীই লোকাল বাসে পাটুরিয়া ঘাটে এসে ফেরি ও লঞ্চে পারাপার হচ্ছে। কিন্তু লক্ষ করা যায় প্রতিটি লঞ্চের ধারণক্ষমতার চেয়েও অধিক যাত্রী নিয়ে ঘাটে ভিড়ছে প্রতিটি লঞ্চ। যে কারনে যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।
এছাড়া ফেরিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি দেখা যায়। পরিবার-পরিজনদের সঙ্গে করে ঝুঁকি নিয়েই ফিরছে এসব মানুষ। ভোর থেকেই প্রতিটি ফেরিতে প্রাইভেটকার মোটরসাইকেল এবং সাধারণ লোকাল যাত্রী পারাপার হতে দেখা যায়। এসময় ফেরিতে দূরপাল্লার পরিবহন ছাড়াও প্রতিটি মোটরসাইকেলেই আরোহী ছাড়াও দু-একজন করে সহযাত্রী রয়েছে। কোনো কোনো মোটরসাইকেলে আবার নারী ও শিশু রয়েছে। ঝুঁকি নিয়েই ফিরছেন তারা।
ঢাকা থেকে আসা একাধিক যাত্রী বলেন কয়েকটি ঈদের মতো এবারও কোনও প্রকার ভোগান্তি ছাড়াই বাড়ীতে ফিরছি। পথে যানজট নেই, এমনকি ফেরিঘাটেও ভোগান্তি নেই।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ঘাট যানজট বা ভোগান্তি নেই। যাত্রীদের নির্বিঘ্নে পারাপার ও ভোগান্তি কমাতে এবার দৌলতদিয়া পাটুরিয়া নৌটে ছোট বড় ১৭ টি ফেরি । এতে করে ফেরিতে সহজেই যানবাহন উঠে গন্তব্যে চলে যাচ্ছে। আশা করছি ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ী ফিরবেন এবং ঈদ শেষে কর্মস্থলে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho