সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদুল ফিতরের নামাজের খুতবা ধীরে বলা কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামের হেলাল সরকার (৪৩) উজ্জ্বল (২৮),আলম (৪৬), করিম সরকার (৪৫) শাকিল (২২) শফিকুল (৪২), ছালাম (৪৫), বেলাল (৩৮)ছারোয়ার (২৮),সবুজ (১৮),সাখয়াত (৪০)।
জানা যায় সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে আহালে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজে ইমাম খুতবা ধীরে পড়ায়, না শুনতে পেরে ওই এলাকার হেলাল সরকার এবং ছালাম আলীর মধ্যে এটি নিয়ে মসজিদের মধ্যে বাকবিতন্ডের সৃষ্টি হয়।'
পরবর্তী দমদমা বাজারে এর রেশধরে হেলাল সরকার এবং ছালাম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সুজিত কুমার জানান ঈদের নামাজের খুতবা ধীরে বলায় এটি নিয়ে হেলাল সরকার ও ছালাম মোল্লার মধ্যে বাকবিতন্ডের সৃষ্টি হয়। পরবর্তী নামাজ শেষ সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ১১ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা করবে বলে উভয়পক্ষ প্রতিশ্রুতি দিয়েছেন।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho