ভোলা প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন,ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকটি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে।
আজ শনিবার (৫ এপ্রিল ) দুপুরে ঢাকা থেকে ভোলায় ৩ দিন দিনের সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ঢাকা সিটির সাবেক মেয়র মরহম নাজিউর রহমান মঞ্জুর ১৭ তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহন করতে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন বিজেপি চেয়ারম্যান পার্থ।
এসময় তিনি আরো বলেন,ডক্টর ইউনুস গ্লোবাল এসেড।গ্লোবাল যে কয়েকজন পারসোনালিটি ব্যাক্তি রয়েছরন উনি তার মধ্যে অন্যতম। আমরা আশাকরি ডক্টর ইউনুস আমাদের দেশেকে পজেটিভলি ভালো কিছু নিয়ে আসবে।
পার্থ বলেন, ইউনুস সাহেবের সরকরা একটা বিপ্লবের সরকার,গনঅভ্যুত্থানের সরকার।জনগণের নির্বাচিত ভোট ধারা সরকার না।
তবে জনগণেরর সরকার। আমরা সবাই এই সরকার যেন ফেল না করে তাই এই সরকারের পাশে ধারানো আমাদের অঙ্গিকার।
আন্দালিব রহমান পার্থ আরো বলেন, সংস্কার প্রয়োজন। তবে বড় সংস্কারগুলো জনগনের প্রতিনিধির মাধ্যমে হয়।
এজন্য আমরা ইউনুস সরকারকে সাহায্য করছি।যদি বড় বড় রাজনৈতিক দলগুলো একমত পোষন করে তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ব্যাপারে আমরা আশাবাদি।
আগের যে কোন সময়ের চেয়ে বিজেপি শক্তিশালী বলে মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান ব্যাস্টিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, জুন মাস থেকে প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনায় যাবো। শুধু মাত্র সংস্কার উপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে।
পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যেগুলো সংস্কার করা উচিত বিশেষ করে বড় সংস্কারগুলো করা উচিত। যে সংস্কারগুলোর সাথে সবাই একমত হয়। সেগুলো করা উচিত। কারন, এতোবছর সংস্কারের কারনেই নির্বাচন হয়নি। জনপ্রতিনিধিদের কাছে জনগনের একটা আঙ্খাকা রয়েছে। সে বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত।
আন্দালিব রহমান পার্থ আরও বলেন, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়, তাহলে স্থানীয় সরকারগুলো নিয়ে ভাবতে হবে এবং বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে।
এরআগে দলীয় হাজার হাজার নেতাকর্মী প্রিয়নেতাকে বরণ করতে ইলিশা লঞ্চঘাট এলাকায় উপস্থিত হন। রোববার মরহুম নাজিউর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিক পালিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho