টাইমার দেওয়া বোমা রেখে তদন্তকারী কর্মকর্তাদের হত্যাচেষ্টা করা হয়েছে। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার ভাষায়, আয়নাঘরের তদন্তের সময় তদন্তকারীদের হত্যার উদ্দেশ্যে বিস্ফোরকসহ ফাঁদ পেতে রাখা হয়েছিল। এতে প্রাণনাশের উদ্দেশ্য স্পষ্ট।
রবিবার দুপুরে ট্রাইব্যুনালে এক শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তাজুল ইসলাম। তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো অনুসন্ধান করছে। টিএফআই সেল নামক স্থানে আয়নাঘর শনাক্ত করা হয়েছে, যেগুলো আধা ভূগর্ভস্থ এবং দেয়াল তুলে সিল করে রাখা ছিল। সেখানে পচা-গলা আবর্জনা সরিয়ে ‘ক্রাইম সিন’ পুনরুদ্ধার করতে হয়েছে।
তিনি বলেন, আমরা যখন বুঝে উঠতে পারিনি, তখনই সেখানে বিস্ফোরক বসানো ছিল। টাইমার সেট করা অবস্থায় ফেলে রাখা হয়েছিল। লক্ষ্য ছিল আমাদের হত্যা করা। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তাজুল বলেন, এ বিষয়ে সময় হলে আপনারা জানতে পারবেন।
চিফ প্রসিকিউটর জানান, এত জটিলতা সত্ত্বেও তদন্ত কার্যক্রম এগিয়ে চলেছে। তিনি আরো জানান মামলা চলমান থাকায় প্রতিদিন এসব তথ্য জনসমক্ষে আনা হয়না। অনেকে তাই ধরে নিচ্ছেন, কোনো অগ্রগতি হয়নি।
তাজুল ইসলাম আরও বলেন, এই ট্রাইব্যুনাল যখন পূর্ববর্তী সরকারের সময় ছিল, তখন প্রথম অভিযোগপত্র জমা দিতে ১৬ মাস সময় লেগেছিল। এখনো তদন্ত একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তিনি আশা প্রকাশ করেন, চলতি মাসেই অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া সম্ভব হবে। সূত্র-দ্য নিউজ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho