মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ পাটচাষী সমিতির সাবেক সভাপতি, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি, বৃহত্তর মতলব উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকার হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতেল ভর্তি হন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। মরহুমের সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে সেজন্য সকলেই দোয়া করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। শোক বার্তায় তিনি বলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক সরকার হান্নান দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির দায়িত্ব পালন করে আসছিলেন। দলের দুর্দিনে তিনি দলকে চালিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার মত একজন দলবান্ধব গুনীজনকে হারিয়ে আমরা যেন অনেক কিছু হারিয়ে ফেললাম। তার কর্মকাহিনী আমাদের কাছে চির স্বরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা মরহুমকে পরকালে ভালো রাখুক এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho