ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে তুলে ধরতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা)‘র আয়োজনে ৭ এপ্রিল সোমবার থেকে ১০ এপ্রিল চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ অনুষ্টিত হচ্ছে।
আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বিভিন্ন দেশের প্রতিনিধি দল চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও মিরসরাইয়ে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেন।
বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, জাপান, চায়না, দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের ৬০ জনের বেশি প্রতিনিধি কেইপিজেড এর ৬টি কারাখানার কার্যক্রম পরিদর্শন করেন।
কারখানা পরিদর্শন শেষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কেইপিজেডের বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। এসময় ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করার জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার(টিটিসি) স্থাপন করা হয়েছে। এছাড়াও বায়ারদের নতুন নতুন ডিজাইন উদ্ভাবন ও পরীক্ষা নিরীক্ষার জন্য ফ্যাশন টেক্সটাইল ইনিস্টিটিউট স্থাপন করা হয়েছে। সুতরাং বাংলাদেশ লাভজনক বিনিয়োগের জন্য উত্তম জায়গা। এখানে ধারাবাহিকভাবে বিনিয়োগ ও ব্যবসার সম্প্রসারণ সম্ভব।
পরিদর্শনকালে ইয়াংওয়ান কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর কর্নেল মোহাম্মদ শাহাজাহান বলেন, বিদেশি প্রতিনিধিদের ইয়াংওয়ানে আনার মূল লক্ষ্য হলো প্রাইভেট ইপিজেড বাংলাদেশে কি অবস্থায় আছে সেটা তাদের কাছে তুলে ধরা।
প্রায় ৭০ লাখ বর্গফুটের বেশি আয়তনের কেইপিজেডে ৪৮টি প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। এর বেশির ভাগই পোশাক খাত সংশ্লিষ্ট। এখানে প্রায় ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিনিয়োগ আরো বাড়লে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho