বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা, মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মুকাদ্দাস ধ্বংস ও গণহত্যার ঘটনায় ক্ষোভ-নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে রাউজানে।
সোমবার (৭ এপ্রিল) রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণাংশে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এদের মধ্যে উল্লেখযোগ্য জমায়েত ইসলামী বাংলাদেশ, ছাত্রশিবির, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, হেফাজতে ইসলাম।
বিকাল ৫টায় রাউজান উপজেলার মুন্সির ঘাটা হতে জামায়েত ইসলামী বাংলাদেশ ও অংগসংগঠনে আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা ও থানা সড়ক হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুন্সির ঘাটায় এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচীর শেষ হয়। এতে জমায়েত ইসলামী বাংলাদেশ রাউজান উপজেলার আমির শাহজাহান মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রিদুয়ান শাহ, উত্তর জেলার বায়তুল মাল সেক্রেটারি আব্দুল হামিদ চৌং, ছাত্র শিবিরের সভাপতি তৌহিদ হোসেন, শফি শিকাদর, আবুল কাশেম, মাওলানা ফরিদুল ইসলাম, মিজানুর রহমান সহ আরো অনেকেই।
এদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের আয়োজনে রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণাংশে পৃথকভাবে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টার দিকে পাহাড়তলী চৌমুহনী হতে তাদের একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় পাহাড়তলী চৌমুহনী চত্বরে এসে এক প্রতিবাদ সভার মধ্যদিয়ে শেষ হয়।
এতে উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরীর সভাপতিত্বে ও ছাত্রসেনার সভাপতি কাজী কায়েছ উদ্দিন ও কাজী তাজুল ইসলাম আসিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আবু মোস্তাক আলকাদেরী, মাওলানা জিল্লুর রহমান হাবীবি, মাওলানা শামসুল আলম হেলালী, মাওলানা আইয়ুব বদরী, যুবনেতা আমান উল্লাহ আমান, মাওলানা ফজল আকবর, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, শওকত হোসেন রেজবী, কাজী শওকত উদ্দিন, লেখক প্রাবন্ধিক মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মুহাম্মদ মহিউদ্দিন, কে.এম আজাদ রানা, রবিউল হোসাইন সুমন সহ আরো অনেকেই।
এছাড়াও একইদিন সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনার আয়োজনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের মুন্সির ঘাটা হতে একটি বিক্ষোভ মিছিল জলিল নগর পর্যন্ত প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
উভয় প্রতিবাদ সভায় ফিলিস্তিনের উপর ইসরায়েলের কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো বর্বরতা বন্ধের দাবি জানানো হয়। এছাড়াও সভায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ যেসব দেশ ইসরায়েলকে এই অমানবিক, ন্যক্কারজনক আক্রমণে প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা করছে, তাদের ধিক্কার জানানো হয়। পাশাপাশি জাতিসংঘসহ শান্তির পক্ষের সব পরাশক্তি দেশগুলোকে হামলা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। হেফাজত ইসলাম রাউজানের সভাপতি মাওলানা কে এম আলমঙ্গীর মাসউদের নেতৃত্তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সদরে অনুষ্টিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho