সিরাজগঞ্জ প্রতিনিধি:
শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ ও র্যাব-৪ এর যৌথ দল। রবিবার (৭ এপ্রিল) রাতে সিংগাইর উপজেলার জাইগীর বাজার এলাকার প্রণয় মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামির নাম খন্দকার মোয়াজ্জেম হোসেন ওরফে নুরুল ইসলাম (৩৩)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সামইদিঘী গ্রামের মৃত আকবর আলী মেম্বারের ছেলে। মঙ্গলবার (৮ এপ্রিল), র্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দীপংকর ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার র্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ জানানো হয়।, মোয়াজ্জেম হোসেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানি এবং র্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho