কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহার ঘোনার কুমারী ব্রিজ এলাকা এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের মরদেহ বন বিভাগ ও স্থানীয় লোকজন উদ্ধার করেছে। নিহত মোহাম্মদ হোসেন (৭০) একই ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টার সময় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনের ভেতর কুমারীছড়ায় মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন।
সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে। পরে রাত সাড়ে ১১টার সময় কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী কুমারী ব্রিজের অদূরে তার মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য হাতির আক্রমণে মোহাম্মদ হোসেন (৭০) নামের বৃদ্ধ এক মারা গেছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মারা যায়। তার মাথা থেঁতলে গেছে, পুরো শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
থানার উপপরিদর্শক (এসআই) সুজন বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানা অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho