গাবতলী প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীেত পূর্ব শত্রুতার জের ধরে দুই টা বাড়িতে ভাংচুর নগদ অর্থ নিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চককা তুলি গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল উপজেলার নাড়ু মালা ইউনিয়নের চককাতুলি গ্রামে পূর্ব শত্রুতা জের ধরে প্রতিপক্ষরা শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে মারপিটের উদ্যত হয় এ সময় ভয়ে সে পালিয়ে গেলে বাড়ি ঘর, আসবাবপত্র পত্র ভাংচুর করে তিন লক্ষ টাকার ক্ষতি সাধন ও শয়ন ঘরের থেকে আশি হাজার টাকা নিয়ে যায়। একই দিনে একই গ্রামের আরিফুল ইসলাম এর বাড়িতে প্রতিপক্ষরা বাড়িঘর ও আসবার পত্র, অটো ভ্যান ভাংচুর করে পাঁচ লক্ষ পন্চাশ টাকার ক্ষতি ও শয়ন ঘর থেকে দুই লক্ষ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় ৭ এপ্রিল শহিদুল ইসলামের স্ত্রী নাজমা বেগম ও আরিফুল ইসলামের স্ত্রী মারুফা বেগম বাদী হয়ে একই গ্রামের রিমন মিয়া,শাকিব, কাইয়ুম, নুর ইসলাম, মেহজাবিন, মানিক মুক্তার আমিনুর পলাশ মিয়া সহ ১৫ জন ও অজ্ঞাত ১০-১৫ জন কে অভিযুক্ত করে থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মডেল থানায় এসআই মজিবর রহমান ও এ এসআই আনোয়ার হোসেন অভিযোগটি তদন্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho