হাবিবুর রহমান তুষার,(হরিণাকুন্ডু) ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ব্রীজের সংযোগ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ব্রীজ টি ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকূপা উপজেলাকে এক সাথে মিলিত করেছে।
আজ বুধবার বেলা ১১টার সময় ঝিনাইদহের চড়পাড়া ও মাইলমারী গ্রামের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি ডা. সামছুল আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, জাজাকাল্লাহ ফাউন্ডেশনের পক্ষে আলমিজ আহমেদ আসিফ, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন সহ অনেকেই ।
সে সময় বক্তারা বলেন, ১৯৯০ সালে এই ব্রীজ টি নির্মাণ হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে চড়পাড়া ও মাইলমারী গ্রামে কুমার নদের উপর নির্মিত ব্রীজের সংযোগ সড়কের বেহাল দশা তবে দেখার কেউ নেই।বেহাল দশায় মোটরসাইকেল,ভ্যান,আলমসাধু সহ বিভিন্ন যানবাহনে চলাচল কালে ছোট বড় দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের যাতায়াতের নানা সমস্যা হচ্ছে।বিশেষ করে হাটের দিন জনসাধারণের ভোগান্তির মাত্রা বেড়ে যায় দ্বীগুণ।বক্তারা আরও বলেন দ্রুত জনসাধারণের ভোগান্তি কমাতে সরকারের সুদৃষ্টি প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho