মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, “যেসব উৎস থেকে প্রশ্ন ফাঁস হওয়ার ইতিহাস আছে, সেগুলো ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। তাই এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।”
“রেওয়াজ অনুযায়ী, ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে,” যোগ করেন তিনি।
সকাল ১০টায় দেশের ২ হাজার ২৯১টি কেন্দ্রে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নফাঁসের কোনো গুজব যেন পরিস্থিতি অস্থির না করে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho