মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে আমির হামজা নামে এক শিশুর মৃৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে মতলব দক্ষিণ উপজেলার উপাদী বাবুরপাড়া গ্রামের ছৈয়াল বাড়ির ঈদগাহ ময়দানের পাশে একটি খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা ঘোরাদাড়ি মিয়াজী বাড়ির গোলাম মোস্তফা ও রহিমা বেগমের সসন্তান । উপাদি ছৈয়াল বাড়ির রফিক ছৈয়ালের নাতি। আমির হামজা চার ভাই বোনের মধ্যে সে সবার ছোট।
স্থানীয়রা জানান, সকালে আমির হামজা তার খালাতো ভাই আব্দুর রহমান (৪) এর সঙ্গে খেলতে গিয়ে পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা খালে পানিতে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলম অভি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের শিশুর মামা আকরাম ছৈয়াল বলেন, আমার বোন অসুস্থ। আমির হামজা ও তার খালাতো ভাই একসঙ্গে খেলছিল। হঠাৎ ওদের খুঁজে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, ভাগিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গিয়ে ভাগ্নের নিথর দেহ দেখে নিজেরে আর সামলাতে পারছি না।
এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহাম্মেদ বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এব্যাপারে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho