কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয়টি ভেন্যুতে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শাখার ২ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম দিন অনুষ্ঠিত পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার এসএসসি ও কারিগরি শাখার বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে দাখিলের কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৪টি ভেন্যুতে এসএসসি, ১টি ভেন্যুতে দাখিল ও ১টি ভেন্যুতে কারিগরি শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ভেন্যুগুলো হলো ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাহাট উচ্চ বিদ্যালয় ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়।
ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসা ভেন্যুতে দাখিল পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে এসএসসি কারিগরি শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে ১ হাজার ৮০৮ জন, দাখিলের কুরআন মাজিদ পরীক্ষা দিয়েছে ৩৪২ জন। কারিগরি শাখার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে ৩২৩ জন। এসএসসির ১৩ জন, দাখিলের ১৭ জন ও কারিগরি শাখার ১৫ জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান বলেন, এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho