মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে নীলা আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার সন্ধ্যা বিকেল তিনটার দিকে মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামে রনি মিয়ার ঘরে এ ঘটনাটি ঘটে। তার ঘরে রিহান (৭) ও আরিয়ান (১) নামে দুটি সন্তান রয়েছে। তার স্বামী একজন অটোরিক্সা চালক।
নীলার বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের সিংগারবিল গ্রামে। মতলব উত্তর উপজেলার ফতেপুর তার স্বামীর বাড়ি। সে এখানের স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যা করা ওই মহিলার স্বামী রনি মিয়া (৩৫) দুপুরের খাবার না খেয়ে বিকেল ২টা ৩০ মিনিটের দিকে অটোরিকশায় রিজার্ভ যাত্রী নিয়ে ঘর থেকে বের হয়ে যান। এসময় তার সন্তানরাও বাহিওে খেলতে গিয়েছিলো। এসময়ে নীলা আক্তার (২৮) টিনসেড ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিকাল সাড়ে তিনটার দিকে নীলার বড় ছেলে রিহান (৭) পাশের বাড়িতে চাচাতো দাদি জাহানারা বেগমকে জানান তার ‘মা গলায় ওড়না দিয়ে ঝুলে আছে। জাহানারা বেগম ও জোলেখা বেগম ঘরে এসে দেখেন নীলা আক্তার গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায়। তারা ডাক চিৎকার দিলে বাড়ির অন্য লোকজন এসে নীলার স্বামীসহ থানায় খবর দেন। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho