সাভার পৌরসভা ও ভাকুর্তা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই ও চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেফতাররা হলেন, আবু বকর সোহাগ (২২) ও ইয়াছিন ওরফে বুলেট (১৯)।
এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, ভাকুর্তা ইউনিয়নে এলাকার ছোলাই মার্কেট শিল্পী স্টুডিওর ভিতরে ছবি তোলার কথা বলে প্রবেশ করে অভিযুক্ত আবু বকর সোহাগ ও তার দুই সহযোগী। পরে তারা স্টুডিওর মালিকের গলায় চাকু ঠেকিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে চাকুর আঘাতে ওই স্টুডিওর মালিক মোঃ দিদার আহত হন। এঘটনায় তিনি সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একটি সুইস গিয়ার চাকুসহ অভিযুক্ত আবু বকর সোহাগকে গ্রেফতার করে।
এদিকে সাভার পৌরসভার কর্ণপাড়ার রয়েল সিটি হাউজিং এলাকায় এনআর ফ্যাশন এন্ড এক্সেসরিজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় চোর চক্র ভেন্টিলেটরের ফ্যান খুলে ভিতরে প্রবেশ করে ১টি এইচপি ল্যাপটপ, ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর ও ১টি ৩২ ইঞ্চি র্যাংস টিভিসহ ৪টি এসির পিতলের পাইপ চুরি করে নিয়ে যায়। এঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ ইয়াছিন ওরফে বুলেট নামে চোর চক্রের এক সদস্যকে গ্রফতার করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গ্রেফতাররা পেশাদার ছিনতাই ও চোর চক্রের সক্রিয় সদস্য। তারা উল্লিখিত দুটি মামলার ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho