শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম.এ. খালেক একাডেমিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা।
আজ ১৪ই এপ্রিল সকালে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শোভাযাত্রাটি নানান রঙের ফেস্টুন, মুখোশ, ঢাকঢোল ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপকরণে সুসজ্জিত হয়ে তাফালবাড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশন করে দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাটক। পুরো আয়োজন জুড়ে ছিল বাঙালি সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের এক অনন্য বহিঃপ্রকাশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইয়ামিন বলেন, “আমাদের শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা বাড়াতেই এই আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তারা নিজেদের শিকড়ের সাথে পরিচিত হতে পারবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব নাইম শেখ রাতুল।
স্থানীয় জনগণ ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে এবং সবার মাঝে ছড়িয়ে পড়ে নববর্ষের আনন্দ ও উদ্দীপনা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho