প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ৯:৪৩ পি.এম
সাভারে দায়িত্বে অবহেলার কারণে দুই এএসআই প্রত্যাহার
স্টাফ রিপোর্টার।।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের নিরাপত্তা দিতে বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেসব তল্লাশি চৌকিতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সহকারী উপ-পরিদর্শককে সাভার মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলো সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সারোয়ার হোসেন এবং আব্দুস সাত্তার।
ওসি জুয়েল মিঞা জানান, মহাসড়কে অপরাধ দমনে পুলিশ নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে পুলিশ টাউন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে যাত্রীবাহী বাসসহ শতভাগ যানবাহনে তল্লাশীর নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে তাদের দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে। পরে বিষয়টি ঢাকা জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামানকে জানানো হয়। তার নির্দেশে ওই দুই পুলিশ সদশ্যকে সাভার মডেল থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করছে। এটি অব্যাহত আছে।
প্রসঙ্গত গত শুক্রবার দুপুর ১২ টার দিকে সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রীজের উপরে ওঠামাত্রই বাসের ভিতরে থাকা ছিনতাইকারীদের একজন চালককে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটি থামিয়ে ফেলে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho