প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১০:৪০ এ.এম
লালমনিরহাট জেলা বিএনপির বাংলা নববর্ষ উদযাপন

মোস্তাফিজুর রহমান, প্রতিনিধি লালমনিরহাট:
লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন-১৪৩২ উপলক্ষে ৪দিনব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচি অনুষ্ঠিত হবে।
লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাটের বড়বাড়ী বাংলা নববর্ষ উদযাপন পরিষদ-১৪৩২ এর আহবায়ক কমিটির আয়োজনে এ ৪দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে।
৪দিনব্যাপী অনুষ্ঠানমালার ১ম দিনের কর্মসূচিতে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় আনন্দ শোভাযাত্রার ।পরে পান্তা ভাত পরিবেশন, দুপুর ২টায় লাঠি খেলা, দুপুর ২টা ৩০মিনিটে ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন হয়।
দ্বিতীয় দিন মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় সাঁতার প্রতিযোগিতা, দুপুর ১২টায় হা-ডু-ডু, চকোরচাল ও উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় ঠুস খেলা ও দুপুর ২টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।
তৃতীয় দিন বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে দীর্ঘ লাফ প্রতিযোগিতা, হা-ডু-ডু, চকোরচাল, ঝাঁকি জাল বুনন, চেংগুপেন্টি খেলা ও মোরগ যুদ্ধ প্রতিযোগিতা। দুপুর ১টায় অনুষ্ঠিত হবে ঠুস খেলা, বাটুল ছোঁড়া প্রতিযোগিতা, উচ্চ লম্ফ প্রতিযোগিতা ও ঘুড়ির উড্ডয়ন। পরে দুপুর ২টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।
চতুর্থ দিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় হা-ডু-ডু খেলার চূড়ান্ত রাউন্ড ও দুপুর ২টায় ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের মধ্য দিয়ে ৪দিনব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচির সমাপ্তি হবে।
অনুষ্ঠানগুলোতে নিয়মিতভাবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সেই সঙ্গে আরও উপস্থিত থাকার কথা রয়েছে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে আমাদের প্রশাসনের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সাথে ছোটখাটো অপরাধ ঠেকাতে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho