শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামের কৃষক শিপন মজুমদার এবছর দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেন। শুরুতে আশাব্যঞ্জক ফলন দেখা দিলেও, শেষ পর্যন্ত আশানুরূপ ফলন পাননি তিনি।
তাঁর জমিতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় এবং দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় তিনি সঠিকভাবে সেচ দিতে পারেননি। এসব কারণে তরমুজের গুণগত মান ও উৎপাদন দুই-ই কমে যায়।
শিপনের মতে, তরমুজ চাষে তার খরচ ওঠে এলেও লাভের মুখ দেখা সম্ভব হয়নি। প্রাকৃতিক প্রতিকূলতা ও পোকামাকড়ের আক্রমণের কারণে এবারের মৌসুমটি তাঁর জন্য লোকসানেরই সামিল হয়েছে।
তিনি আশা করেন, ভবিষ্যতে যদি কৃষি অফিসের সহায়তা ও আবহাওয়ার অনুকূলতা থাকে, তবে আবারও তিনি তরমুজ চাষ করে লাভবান হতে পারবেন।
শরণখোলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন,শিপন মজুমদারের তরমুজ চাষ সম্পর্কে আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। যদি তিনি আমাদের সঙ্গে আগে যোগাযোগ করতেন, তাহলে আমরা তাকে যথাযথ পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারতাম। ভবিষ্যতে যদি তিনি আবার তরমুজ চাষ করতে আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা তাকে অনুরোধ জানাচ্ছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সবসময় কৃষকদের পাশে আছি।"
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho