প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৫:১৪ পি.এম
শরণখোলায় তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় কয়েকদিনের তীব্র তাপদাহের পর মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে স্বস্তির বৃষ্টি নেমেছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষসহ গবাদি পশু ও পাখিরা।
গত কয়েকদিন ধরেই শরণখোলায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। প্রচণ্ড রোদের কারণে দিনের বেলায় রাস্তাঘাটে মানুষের চলাচল অনেকটা কমে গিয়েছিল। কৃষিকাজেও পড়েছিল বিরূপ প্রভাব।
এমন পরিস্থিতিতে আজ দুপুরে শুরু হওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। বিশেষ করে কৃষকরা এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবে দেখছেন। ধানের জমিতে প্রয়োজনীয় পানির সংকট কিছুটা হলেও দূর হবে বলে তারা মনে করছেন।
স্থানীয়রা জানান, এই বৃষ্টি না নামলে গরমের কষ্ট সহ্য করা কঠিন হয়ে উঠছিল। এখন অন্তত কিছুটা ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং মাঝে মাঝেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শরণখোলাবাসী আশা করছেন, এই বৃষ্টিপাত নিয়মিত হলে গরম কিছুটা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho