
পহেলা বৈশাখের শোভাযাত্রার জন্য ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এই চিত্রশিল্পী নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় শিল্পীর বাড়িতে আগুন দিয়েছে বলে দাবি মানবেন্দ্রের পরিবারের। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর কারণে এই ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, ফ্যাসিস্টের মুখাকৃতি নয়।
তিনি বলেন, আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। ২/৩ দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে উদ্দেশ করে হুমকি দেওয়া হচ্ছিল। এসব ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় জিডিও করেছি। আর মধ্যরাতে দুর্বৃত্তরা বাড়িটি পুড়িয়ে দেয়।
তিনি জানান, অগ্নিকাণ্ডে তার শিক্ষাজীবন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নিজের হাতে গড়া বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে ছাই হয়ে গেছে।
পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া বাড়িটি ছিল আধাপাকা টিনের ঘর। সেখানে থাকা মানবেন্দ্রর শিল্পকর্মের যাবতীয় সরঞ্জামাদি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন অবশিষ্ট কিছু নেই।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে, ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho