
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের পথে হোঁচট খেয়েছে দারুণ ছন্দে এগিয়ে চলা বাংলাদেশের। তবে তাতে শেষ হয়ে যায়নি বৈশ্বিক আসরে নিগার সুলতানার দলের জায়গা করে নেওয়ার সম্ভাবনা। বরং সম্ভাবনা উজ্বলই আছে এখনও। এমনকি শেষ ম্যাচে হারলেও বিশ্বকাপের টিকেট পেতে পারে বাংলাদেশ।
ছয় দলের এই বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আগেই চূড়ান্ত পর্বের টিকেট পাওয়া স্বাগতিক পাকিস্তান। চার ম্যাচে শতভাগ চয়ে তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে।
সমান ম্যাচে তিন জয়ে দুই নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট ৬। দুটি করে জয় স্কটল্যান্ড ও ওয়েষ্ট ইন্ডিজের। তবে নেট রান রেটে এগিয়ে তিনে স্কটিশরা।
এছাড়া আয়ারল্যান্ডের জয় একটি, চার ম্যাচই হেরে গেছে থাইল্যান্ড। এই দুই দল ছিটকে গেছে বিশ্বকাপের দৌড় থেকে। তাই লড়াইটা এখন বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের মধ্যে।
বাংলাদেশের নেট রান রেট খুব ভালো (+১.০৩৩)। তাই শনিবার পাকিস্তানের কাছে শেষ ম্যাচে হেরেও বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের।
বাকি দুই দলের মধ্যে নেট রান রেটের বিচারে এগিয়ে স্কটল্যান্ড (+০.১৩৬)। বাংলাদেশ পাকিস্তানের কাছে হারলে এবং একই সাথে আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার অস্বাভাবিক বড় ব্যবধানে জিতলেই কেবল বাংলাদেশকে টপকে যেতে পারবে তারা।
ক্যারিবিয়ানদের নেট রান রেট -০.২৮৩। তাই বাংলাদেশের বড় পরাজয়ের অপেক্ষা করতে হবে তাদের। একইসঙ্গে রোববার আসরের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে হবে বিশাল ব্যবধানে।
সার্বিক বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরও বিশ্বকাপে যাওয়ার জন্য দ্বিতীয় দল হিসেবে সবচেয়ে নিরাপদ অবস্থানে বাংলাদেশ। শেষ ম্যাচে বড় পরাজয় এড়ালেই নিশ্চিত হয়ে যেতে পারে আগামী অক্টোবরে তাদের ভারত যাত্রা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho