প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৭:২৯ পি.এম
পঞ্চগড়ে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে অবস্থান কর্মসুচি

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে চিকিৎসা খাতের বৈষম্য দুরিকরণে চীন সরকারের অর্থায়নে নির্মিতব্য ১০০০ শয্যা বিশিষ্ট চায়না - বাংলাদেশ ফ্রেন্ডশিফ হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে জুম্মার নামাজের পর মুসল্লীরা অবস্থান কর্মসুচী পালন করেছে।
আজ শুক্রবার (১৮ এপ্রিল)জুম্মার নামাজ শেষে পঞ্চগড় শহরের বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লীরা ব্যানার, ফেস্টুন নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে এসে জড়ো হতে থাকে। শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড় জেলার সর্বস্তরের সাধারণ মুসল্লীদের ব্যানারে সর্বস্তরের মানুষ অবস্থান কর্মসুচীতে অংশগ্রহণ করে।
এসময় জেলার সাধারণ মুসল্লীরা বক্তব্য তারা বলেন,পঞ্চগড় জেলা বাসীর দাবী চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পঞ্চগড়ে হলে অনেক গরীব অসহায় রোগীদের উপকারে আসবে। পঞ্চগড়ের মানুষকে চিকিৎসার জন্য রংপুর, দিনাজপুরে যেতে হয়। এসময় অনেকের প্রান রাস্তায় ঝরে যায়।
দাবী মানা না হলে পঞ্চগড় জেলার সর্বস্তরের জনগনকে নিয়ে কঠোর কর্মসুচী দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho