মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় উড়বে দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী ফ্ল্যাগ স্ট্যান্ডের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
ভারত বাংলাদেশের সীমান্তরেখার নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে উঁচু এই ফ্ল্যাগস্ট্যান্ডটি। প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে ২৪ ঘন্টায় উরানো থাকবে পতাকা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশেরপ্রবেশদ্বার বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপর প্রান্তে ভারতে উঁচুস্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। যেহেতু আমাদের এখানে কোনো উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড নেই। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি। বিশেষ করে দীর্ঘদিন ধরে তরুণদের একটি দাবি ছিল ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। তাই তরুণ প্রজন্মের দাবি বাস্তবায়নে প্রকল্পটি নিয়ে আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে। বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় ফ্লাগ স্ট্যান্ড, গেইট ও সৌন্দর্য বর্ধনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হলো। ফ্ল্যাগ স্ট্যান্ডটির উচ্চতা হবে প্রায় ১৪০ ফুট, যা দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড। এ স্ট্যান্ডে প্রযুক্তির সহযোগিতায় ২৪ ঘণ্টায় উড়বে উরবে আমাদের দেশের পতাকা । আশা করছি, আগামী ২০ দিনের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho