
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুই কৃষক। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মইষাকান্দা গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, সকালে আবু তাহের মিয়াসহ তিনজন কৃষক বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে যান। সকাল ৭ টার দিকে বৃষ্টি শুরু হলে জমিতে সেচ দেওয়ার মেশিনের টিনের ঘরে আশ্রয় নেন তারা। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহের মিয়ার।
ঘটনায় তার সাথে থাকা বাকি দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহত দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho