প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:০৩ পি.এম
বকশীগঞ্জ সদর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রকল্প অবহিতকরণ সভা

আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ।।
জামালপুরের বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল ( সকালে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ইকো সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও) বাস্তবায়নে, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশ সহযোগিতায়, পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম (এফএএ) প্রকল্পের আওতায় এক দিন ব্যাপী অবহিতকরণে সদর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল, ইউপি সচিব রুবেল মিয়া,ইউপি সদস্য মাহমুদুল হাসান, তপন সরকার, আব্দুর রাজ্জাক, ইউনিক মেম্বার সহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগন, স্থানীয় সেচ্ছাসেবক, ইএসডিও'র প্রকল্প কর্মকর্তা আবু রায়হান,তুষার বর্মন উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর, এছাড়া বিভিন্ন পেশাজীবীদের মধ্যে থেকে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে আলোচনা করা হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা সম্মর্কিত তথ্য প্রদান এবং স্থানীয় জনগণকে ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে বন্যা প্রতিরোধ ও পূর্ব প্রস্তুতি সম্মর্কে সচেতন করা।
কমিটির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে মানুষের সৃষ্টি দুর্যোগ কমিয়ে আনার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও জনগণকে একত্রে ভাবে কাজ করতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho