প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৫:২৭ পি.এম
ইজিবাইক চালককে আটকে রাতভর নির্যাতন, থানায় অভিযোগ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে ইজিবাইক চালককে আটকে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রশি দিয়ে চার হাত-পা বেঁধে মারপিট করে মাদকদ্রব্য দিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ইজিবাইকটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বাগেরহাটে গোটাপাড়া পুরাতন টোল প্লাজার কাছে মনিরুল কাজীর বিল্ডিংয়ের মধ্যে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করেন নির্যাতিতের ভাই গোটাপাড়া এলাকার মৃতঃ আবুল হাসেম আকনের ছেলে মোঃ ইয়াকুব আলী আকন।
অভিযোগে আরো বলেন, গোটাপাড়া এলাকার হানিফ মল্লিক এর ছেলে হোসেন মল্লিক, পশ্চিমভাগ এলাকার নওশের আলী ছুটের ছেলে সোহেল আলী এবং মুক্ষাইট এলাকার মোশারফ এর পুত্র তাজ মঙ্গলবার রাত ১০ টার দিকে আমার ভাই ইউসুফ আকনকে ধরে নিয়ে পুরাতন টোল প্লাজার কাছে মনিরুল কাজির বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে তাকে মাদক দ্রব্য দিয়ে ছবি তোলে এবং উলঙ্গ করে ভিডিও ধারণ করে।
এ সময় এক লক্ষ টাকা চাঁদার দাবিতে বেধড়ক মারপিট মারপিট করে তারা। এক পর্যায়ে ত্রান মাসের ভয় দেখিয়ে আমার ভাইয়ের কাছে থাকা স্মার্টফোন এবং ২ লক্ষ টাকা মূল্যমানের ইজিবাইটি নিয়ে যায় তারা।
স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার (২৩ এপ্রিল) সকাল ৭ টার দিকে রাস্তা থেকে ভাইকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
ঘটনার বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহমুদ উল ইসলাম বলেন আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে। ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho