প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৯:০৩ এ.এম
রাউজানে বাইক দূর্ঘটনায় প্রাণ গেল হবু স্বামী-স্ত্রীর

বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাঙ্গুনিয়ার ছেলে জোনায়েদ সিকদারের সাথে হাটহাজারীর মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার মেনে নিয়ে শনিবার বিয়ের তারিখ নির্ধারণ করার কথা ছিল। আর বিয়ে শেষে প্রবাসে চলে যাওয়ার সিদ্ধান্ত ছিল জোনায়েদের৷
মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে রাঙ্গুনিয়ার ছেলে, হাটহাজারীর মেয়ে দুইজনের প্রেমের সমাপ্তি ঘটেছে রাউজানে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে হবু স্বামী-স্ত্রী বাইকে করে ঘুরতে বের হয়েছিল, বিকাল ৪টায় মিমকে তার বাড়ি পৌছে দেওয়ার সময় রাউজানের গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাদের গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাওয়া হয়।
সেখানে থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেই তারা মারা যান। সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বাইকের সংঘর্ষে জোনায়েদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার।
অন্যদিকে প্রেমের সম্পর্ক, পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়া এবং ঘুরতে বের হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মিমের বড় ভাই মুক্তার।
জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাজাভবন এলাকার মো. আকবর সিকদারের ২০ বছর বয়সী ছেলে মো. জুনায়েদ হোসেন সিকদারের সাথে হাটহজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহর ১৭ বছর বয়সী মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল। গত ১৫দিন আগে পারিবারিকভাবে মেনে নিয়ে বিবাহ ঠিক করার কথা ছিল আগামী শনিবার।
এরমধ্যে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুইজনেই মারা যান। এক ভাই দুইবোনের মধ্যে মিম ছিল দ্বিতীয়। রাউজানে সড়ক দুর্ঘটনায় দুটি প্রাণহানির ঘটনা ঘটলেও দুর্ঘনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho